রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫০) এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (০৪ জুন) সকালে মহানগরীর দড়িখরবোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেললাইনের পাশে বসে ছিলেন প্রায় ৫০ বছর বয়সের ওই পথচারী। এ সময় রাজশাহী থেকে একটি কম্পিউটার ট্রেন চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। রেললাইন পার হতে গিয়ে ওই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে কালো টাওজার ও শরীরে সাদা টি-শার্ট ছিল।
তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান জিআরপি থানার এ পুলিশ কর্মকর্তা।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ২৪