রাজশাহীর তানোর উপজেলায় এক কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ধষর্ণের শিকার ওই কলেজ ছাত্রী (২৫) বাদী হয়ে তানোর থানায় মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার রাতেই ধর্ষক সুরজিত কুমার শাহ্ মানিককে (৩০) গ্রেফতার করেছে। গতকাল শনিবার সকালে মানিককে জের হাজতে পাঠিয়েছে পুলিশ।
মানিক তানোর উপজেলার কামারগাঁ ইাউনিয়নের গাংঘাটি পূর্বপাড়া গ্রামের সুনিল শাহ্ পুত্র।
মামলার এজাহারের বরাত দিয়ে তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, গ্রেফতারকৃত মানিকের সঙ্গে ওই ছাত্রীর দীর্ঘ দিন থেকে প্রেমের সম্পর্ক চলে আসচ্ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে মানিক। মামলার বাদী ওই ছাত্রীর বাড়ি একই এলাকায়।
শুক্রবার রাতে মানিক তার বাড়িতে ওই ছাত্রীকে কৌশল করে ডেকে নিয়ে আবারও ধর্ষণ করেন। ওই ছাত্রী বিয়ের কথা বললে ওই রাতে তাকে বাড়ি থেকে বের করে দেয়। বিষয়টি গ্রামের লোকজন টের পেয়ে মানিককে ধরে বেধে রেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ রাতে ঘটনা স্থল থেকে ধর্ষণ মানিককে আটক করে থানায় আনে।
এঘটনায় ওই ছাত্রী বাদি হয়ে মানিকসহ ৩ জনকে আসামী করে মামলা করেছে।
খবর কৃতজ্ঞতাঃ ডেইলি সানশাইন