রাজশাহী নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক দ্বিতীয় গোলের পর উল্লাস করতে গিয়ে মারা গেছেন সেলিম হোসেন (৪৫) নামের এক ব্যক্তি। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পেশায় মাছ বিক্রেতা সেলিম রাজশাহী নগরীর শিরোইল মহলদারপাড়া এলাকার বাসিন্দা।
তিনি আর্জেন্টিনার সমর্থক ছিলেন। জানা গেছে, শক্তিশালী প্রতিপক্ষ নাইজেরিয়া গোল পরিশোধ করার পরে বিশ্বকাপ আসর থেকে আর্জেন্টিনার যখন বিদায় ঘণ্টা বাজছিল, তখন সেলিম অনেকটা নিশ্চুপ হয়ে পড়েন। খেলার দ্বিতীয়ার্ধের শেষদিকে আর্জেন্টিনা জয়সূচক গোল করার পর উল্লাস করতে গিয়ে চেয়ার থেকে নিচে পড়ে যান সেলিম। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। এসময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, আর্জেন্টিনার এক সমর্থকের মৃত্যু খবরটি শুনেছি। বিষয়টি খেলা সংক্রান্ত ও হার্টঅ্যাটাকে মৃত্যু।
খবর কৃতজ্ঞতাঃ ডেইলি সানশাইন