বন্ধ রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এ সময় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের এই সিনিয়র সহ-সভাপতি আগামী ২৭ জুলাই পরীক্ষামূলকভাবে কারখানাটি চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সম্প্রতি কারখানাটি পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, কারখানাটি রাজশাহীর ঐতিহ্য। এটি চালু হলে রাজশাহীর রেশমের হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে। সারা বিশ্বে নতুন করে রাজশাহীর নাম আবার ছড়িয়ে পড়বে। তাই কারখানাটি চালু করতে তিনি অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কারখানা পরিদর্শনের সময় রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আবদুল হাকিম উপস্থিত ছিলেন। তিনি আগামী নির্ধারিত সময়ের মধ্যেই কারখানা চালুর ব্যাপারে সংসদ সদস্য বাদশাকে আস্বস্ত করেন। বলেন, এ নিয়ে তারা প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় ১৯৬১ সালে সাড়ে ১৫ বিঘা জমির ওপর রেশম কারখানাটি স্থাপিত হয়। কিন্তু ২০০২ সালের ৩০ নভেম্বর তৎকালীন বিএনপি সরকার কারখানাটি বন্ধ ঘোষণা করে। ১৫ বছর পর সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা কারখানাটি চালুর উদ্যোগ নিয়েছেন।
খবর কৃতজ্ঞতাঃ ডেইলি সানশাইন