ভাষার মাস। বাঙালির চিরন্তন অহঙ্কার এবং গৌরবের মাস এই ফেব্রুয়ারি। এই মাসকে ঘিরে বাঙালির সৃষ্টিশীল আবেগ যেমন উজ্জ্বল হয়ে ওঠে, তেমনি এর বিপরীতে গভীর বেদনাবোধও সঞ্চারিত হয়। কাল পরিক্রমায় ভাষা-আন্দোলনের বেদনাবিধুর ইতিহাসের অন্যতম অনুষঙ্গ এখন মাসব্যাপী গ্রন্থমেলা। উৎসবপ্রিয় বাঙালি জাতি প্রতি বছর এই মাসে উৎসবে মেতে ওঠেন প্রিয় অক্ষরের সান্নিধ্যে। পাঠক-প্রকাশক-লেখকের মিলনমেলায় পরিণত হয় বাংলা একাডেমি প্রাঙ্গণ। প্রবীণ লেখকদের পাশাপাশি প্রতি বছরই তরুণ সৃষ্টিশীল নবীন লেখিয়েরা তাদের উপস্থিতি জানান দেন নতুন বই প্রকাশের মধ্য দিয়ে। এবারো তার ব্যত্যয় ঘটেনি। বইমেলায় বই প্রকাশে পিছিয়ে নেই রাজশাহীর তরুণ লেখকরাও। এবার অমর একুশে গ্রন্থমেলায় রাজশাহীর তরুণ লেখক ইলিয়াস আরাফাত প্রকাশ করেছেন তার দ্বিতীয় গল্পগ্রন্থ জোনাকী ফুল। উদীয়মান কবি মৌসুমী মম কবিতার বই ‘নৈসর্গিক বৃষ্টি বিলাস’ প্রকাশ করেছেন। এছাড়া যরীন মুক্তির প্রথম কাব্যগ্রন্থ ‘যে হায়ায় অবলীলায়’ আর কাঁকন কাজীর প্রথম গল্পগ্রন্থ প্রকাশ পেয়েছে ‘নস্টালজিয়া’।
এবার অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক ইলিয়াস আরাফাতের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘জোনাকি ফুল’। ১৪টি ছোট গল্প নিয়ে গল্পগ্রন্থটি প্রকাশ পেয়েছে বইটি। একুশের বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে সৌহরাওয়ার্দী উদ্যানে বলাকা প্রকাশনের ৫৯৬ নম্বর স্টলে। তার গল্পগুলো জীবনের শিল্পিত রুপ থাকে। পাঠক যেখানে চরিত্রে চরিত্রে খুঁজে পান লুকানো বোধ, উপলব্ধি। ইলিয়াস আরাফাতের প্রথম গল্পগ্রন্থ ‘সকালের অন্ধকার’ বইটিও পাওয়া যাচ্ছে বলাকা প্রকাশনের ৫৯৬ নং স্টলে।
চাঁপাইনবাবগঞ্জে জন্ম নেওয়া কবি মৌসুমী মম। রাজশাহী নগরে বসবাস। এবার তার প্রথম কবিতার বই ‘নৈসর্গিক বৃষ্টি বিলাস’ বইটি প্রকাশ পেয়েছে। নন্দিনী সাহিত্য ও পাঠচক্র বইটি প্রকাশ করেছে। বইমেলায় বইটি পরিবেশন করছে সম্রাজ্ঞী প্রকাশনীর ৩০ নং স্টলে। মৌসুমী মম একজন মেধাবী কবি। আধুনিক কবিও বটে। তার প্রকাশের ভাষা, ছন্দ ও কারুকাজ আধুনিক। এটি তার প্রথম কাব্যগ্রন্থ। তাঁর বইয়ে প্রকাশিত হয়েছে ৫৬ টি কবিতা। এসব কবিতায় ফুটে উঠেছে নৈসর্গিকতা। ফুল, পাখি, নদী-অরণ্য নিয়ে ছন্দময় অক্ষর বিন্যাসে পাতার পরতে পরতে ফুটে উঠেছে ভালোবাসাও। যা সহজেই পাঠক মনে দোলা দিতে পারে। মৌসুমী মম উদীয়মান লেখক। লেখালেখির পাশাপাশি একজন সমাজকর্মীও। বর্তমানে তিনি রাজশাহী জজ কোর্টে প্র্যাক্টিস করছেন।
আরেজন তরুণ কবি যেরীন মুক্তির প্রথম কাব্যগ্রন্থ ‘যে হায়ায় অবলীলায়’। বইটিতে প্রেম, বিরহ, মানব মনের প্রকৃতি ও মুক্তিযুদ্ধ এর কবিতা স্থান পেয়েছে। এ বইয়ে মোট ৫০টি কবিতা আছে। বইটি বলাকা প্রকাশন, স্টল নম্বর-৫৯৬ তে পাওয়া যাচ্ছে। নদী প্রকাশ থেকে বইটি প্রকাশিত হয়েছে।
বইমেলায় প্রকাশ পেয়েছে কাঁকন কাজীর প্রথম গল্পগ্রন্থ ‘নস্টালজিয়া’ শৈশবের নানান ঘটনা স্থান পেয়েছে কাঁকন কাজীর বইটিতে। বইটি প্রকাশ করেছে সিঁডি প্রকাশনের ৫৯৭ নং স্টলে। কাঁকন কাজীর লেখালেখি বিশ^বিদ্যালয়ের জীবন থেকেই। তার গল্পের ভাষা সহজ ও সাবলীল। পাঠক বইটি পড়তে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়বে।
খবর কৃতজ্ঞতাঃ ডেইলি সানশাইন