রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণকারী ৪২ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে নতুন বার ভবনে সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম সব প্রার্থীকে বৈধ ঘোষণা করেন।
নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য মঙ্গলবার ছিল শেষদিন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহারে আবেদন জমা দেননি। তাই বিভিন্ন পদে ৪২জন প্রার্থীকে চূড়ান্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন তারা প্রচারণা চালবেন।
আগামী ২৮ মার্চ ভোটগ্রহণ করা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম সেলিম।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ২৪