রাজশাহীর বিভিন্ন এলাকায় আজ (বুধবার) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। উপ-কেন্দ্রের রেনুভেশন কাজের জন্য এই বিদ্যুৎ বিভ্রাট হবে বলে জানিয়েছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
নেসকোর নির্বাহী প্রকৌশলী শিরিন ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করে জানান, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, বিউবো ৩৩/১১ কেভি বিমানবন্দর উপ-কেন্দ্রের রেনুভেশন কাজের আওতায় ৩৩ কেভি ভিসিবি আইসোলেটর, প্যানেল, সিটি, পিটি, এলএ স্থাপনের কাজ করা হবে। এ কাজের জন্য নরগীরর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো- বিমানবন্দর ও শালবাগান উপকেন্দ্রের আওতাধীন নগরীর শালবাগান, ছোটবনগ্রাম, বড়বনগ্রাম, উপশহর, সপুরা, বিসিক, নওদাপাড়া, পদ্মা-চন্দ্রিমা আবাসিক এলাকা, আমচত্বর, নারকলবাড়িয়া কৃষি কলেজ, সিটি বাইপাস, বায়া, ভূগরইল, নওহাটা, বড়গাছী, দুয়ারি, বাগধানী, চান্দুরিয়া ও তানোর এলাকা।
প্রকৌশলী শিরিন ইয়াসমিন জানান, বুধবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মাঝে মাঝে এসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হবে। সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪