রাজশাহীতে ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ২ রজব আলী নিজ কাউন্সিলর কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে কাউন্সিলর রজব আলী তথ্য সংগ্রহকারীদের উদ্দ্যেশে বলেন, আপনারা এমন ভাবে তথ্য সংগ্রহ করবেন যেন কেউ তালিকা থেকে বাদ না যায়। আর তথ্য সংগ্রহের সময় খেয়াল রাখতে হবে যেন কোন ভুল তথ্য না আসে এছাড়া জাতীয় ভোটার আইডি কার্ড সরকারী সকল কাজে ব্যবহার হবে। এ জন্য খেয়াল রাখতে হবে কোনভাবে যেন ভুল না হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদ উদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের সাবেক সাংঘঠনিক সম্পাদক নাহান আক্তার নাহান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। ভোটার হালনাগাদ কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে আগামী ১৭ই জুন পর্যন্ত।
খবর কৃতজ্ঞতাঃ Daily Sunshine