রাজশাহী নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা কাদিরগঞ্জ। এখানে সিটি করপোরেশন, নিউ মার্কেট, থিম ওমর প্লাজাসহ মহিলা কলেজ ও শহীদ নজমুল হক স্কুলের উপস্থিতি জানান দেয় এলাকাটির গুরুত্ব। আর এই গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকার ফুটপাতে কার-মাইক্রো ঘন্টার পর ঘন্টা চড়িয়ে রাখা হচ্ছে। ফলে সাধারণ পথচারীদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের এই ফুটপাত দিয়ে চলাচল করতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে সোমবার দুপুরের এলাকাটিতে গিয়ে দেখা যায়, সিটি করপোরেশনের পশ্চিমে সানডায়াল কোচিংয়ের রাস্তাটি ধরে একটু আগিয়ে যেতেই দেখা যায় সড়কের দুই ধারের ফুটপাত দখল করে দাড় করিয়ে রাখা হয়েছে বেশ কয়েকটি কার ও মাইক্রো। পাশের এক দোকানদারকে জিজ্ঞেস করলে তিনি জানান, এখানকার ফুটপাত দখল করে দিনের পর দিন এভাবেই গাড়ি রাখা হয়। গাড়িগুলোর চালকদের দুর্ব্যবহার ও হুমকিতে এখন আর কেও তাদের কিছুই বলে না। পথচারীরা বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে সড়ক ধরে চলাচল করে।
শহীদ নজমুল হক স্কুলের শিক্ষার্থী আফসানা বলেন, ছুটির পর স্কুল গেটে রিকশা পাওয়া যায় না। এজন্য একটু এগিয়ে যেতে হয় রিকশার জন্য। তবে ফুটপাতে গাড়ি দারা করিয়ে রাখার জন্য রাস্তা ধরেই হাটতে হয়। ভয় হয় কখন রাস্তার গাড়ি পেছন থেকে আমাদের ধাক্কা দিয়ে চলে যায়। বাবা-মা এগুলো শোনার পর চিন্তায় থাকে।
একই অভিযোগ করেন থিম ওমর প্লাজার ক্রেতা মনোয়ার হক। তিনি জানান, রাজশাহীর সড়কে এখন পায়ে হাটা মানেই দুর্ঘটনায় পরা। আর যে ফুটপাত রয়েছে তা দখলদারদের কবলে। ফলে রাজশাহীতে এখন সবাই বাধ্য হয়েই যানবাহন ব্যবহার করছে। রাসিক ও স্থানীয় প্রশাসনের এই বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে ফুটপাতগুলো দখলমুক্ত করার জন্য নিয়মিত অভিযান চালু রাখা প্রয়োজন।
খবর কৃতজ্ঞতাঃ Daily Sunshine