রাজশাহী মহানগরীতে ২৩২৫ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে র্যাব। শনিবার বিকেল পৌনে ৩টার দিকে নগরীর নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৫ এর একটি টিম।
গ্রেফতাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দৌলতপুরের মোস্তাক আলীর ছেলে সাগর আলী (২৪), একই উপজেলার বারোরশিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন ওরফে সাদিকুল ইসলাম বাবু (২৭) এবং একই এলাকার আবদুল লতিফের ছেলে সোহেল রানা ডালিম (২৮)।
এ ঘটনায় বিকেলেই নগরীর শাহ মখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব।
শনিবার বিকেলে র্যাব-৫ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, বিকেল পৌনে ৩টার দিকে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ক্যান্টিনের সামনে অভিযান চালায় র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে সন্দেহভাজন তিন যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২৩২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড এবং ২টি মেমোরি কার্ড জব্দ করা হয়।
র্যার আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় নিজের সম্পৃক্ততার দায় স্বীকার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪