ঈদ উপলক্ষে ঢাকা-রাজশাহী অভ্যন্তরীণ রুটে একটি করে বিশেষ উড়োজাহাজ (ফ্লাইট) দিয়েছে নভোএয়ার এবং ইউএস বাংলা। ‘ঈদ অফার’ হিসেবে কমেছে ভাড়াও। বৃহস্পতিবার থেকেই কম ভাড়ায় বাড়তি ফ্লাইট শুরু করেছে বেরসরকারি বিমান পরিচালনাকারী এই দুই এয়ারলাইনস। ঈদ স্পেশাল ফ্লাইট চলবে আগামী ৪ জুন পর্যন্ত।
অন্য সময় রাজশাহী-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া থাকে কমপক্ষে ২ হাজার ৭০০ টাকা। তবে এবার ঈদে নভোএয়ার এবং ইউএস-বাংলা চলতি বছরের সঙ্গে মিল রেখে তাদের ভাড়া নির্ধারণ করেছে ২০১৯ টাকা। এই ভাড়ায় বিমানে ভ্রমণ করা যাবে ৪ জুন পর্যন্ত। বিশেষ ফ্লাইটও ওই দিন পর্যন্তই চলবে।
রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে থাকা নভোএয়ার এয়ারলাইনসের স্টেশন ইনচার্জ সাব্বির হোসেন বলেন, ‘রাজশাহী-ঢাকা অভ্যন্তরীণ রুটে বৃহস্পতিবার থেকে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। ঈদের এই ফ্লাইট ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসবে দুপুর ১টা ৪৫ মিনিটে। রাজশাহী পৌঁছাবে ২টা ৩০ মিনিটে। রাজশাহী থেকে ছেড়ে যাবে দুপুর ৩টা ১৫ মিনিটে। ঢাকার আন্তর্জাতিক শাহ জালাল (রহ.) বিমান বন্দরে পৌঁছাবে বিকেল ৪টায়।’
এছাড়া তাদের নিয়মিত ফ্লাইট আগের নিয়মেই চলবে। এটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ৯টা ৪০ মিনিটে। রাজশাহী পৌঁছাবে ১১টা ২০ মিনিটে। রাজশাহী থেকে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বেলা ১১টা ৫০ মিনিটে। ঢাকার আন্তর্জাতিক শাহজালাল (রহ.) বিমানবন্দরে পৌঁছাবে দুপুর ১২টা ৩০ মিনিটে।
সাব্বির হোসেন আরও বলেন, ‘ঈদ উপলক্ষে নিরাপদ ভ্রমণের জন্য অনেকেই আকাশ পথকে বেছে নেন। এতে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের চাপ বেড়ে যায়। যে কারণে তারা ঈদ উপলক্ষে বিশেষ এই ফ্লাইট পরিচালনা করছেন।’
এদিকে ইউএস বাংলার রাজশাহী স্টেশন ইনচার্জ মোশারফ হোসাইন বলেন, ‘তাদেরও বৃহস্পতিবার থেকে ঈদ উপলক্ষে একটি বিশেষ ফ্লাইট চলছে। এটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে সকাল ৯টা ৪০ মিনিটে। রাজশাহী পৌঁছায় ১০টা ৩০ মিনিটে। রাজশাহী থেকে ছেড়ে যায় বেলা ১১টায়। ঢাকার আন্তর্জাতিক শাহ জালাল (রহ.) বিমান বন্দরে পৌঁছায় বেলা ১১টা ৫০ মিনিটে। এছাড়া তাদের নিয়মিত ফ্লাইট আগের নিয়মেই চলবে। এটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসবে দুপুর ৩টায়। রাজশাহী পৌঁছাবে ৩টা ৫০ মিনিটে। রাজশাহী থেকে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বিকেল ৪টা ২০ মিনিটে। ঢাকার আন্তর্জাতিক শাহ জালাল (রহ.) বিমান বন্দরে পৌঁছাবে বিকেল ৫টায় ১০ মিনিটে।’
মোশারফ হোসাইন বলেন, ‘ঈদ উপলক্ষে তারা সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছেন এই রুটের বিমান যাত্রীদের জন্য। সবার জন্য ফ্ল্যাট রেট ‘২০১৯’ টাকা। অন্য সময় তাদের সর্বনিম্ন ভাড়া ২ হাজার ৭০০ টাকা। সর্বোচ্চ ভাড়া ৮ হাজার ৫০০ টাকা বলেও জানান ইউএস বাংলার রাজশাহী স্টেশন ইনচার্জ মোশারফ হোসাইন।
রাজশাহী শাহ্ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বলেন, ‘এখানে বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা ও নভোএয়ার ফ্লাইট পরিচালনা করে আসছে। কিন্তু সম্প্রতি এক ঘটনায় প্নেন সংকটের কারণে বাংলাদেশ এয়ারলাইনস এবার ঈদে বাড়তি কোনো ফ্লাইট পরিচালনা করছে না। তবে অন্য দুইটি এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। তাই প্লেন যাত্রীদের আকাশ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে তারা সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
খবর কৃতজ্ঞতাঃ ইত্তেফাক