রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) গতকাল মঙ্গলবার নতুন করে পানি সরবারাহের জন্য পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধন করেন। বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় গোরস্থান সংলগ্ন রেলগেট থেকে খড়খড়ি বাইপাস পর্যন্ত রাস্তার পাশ দিয়ে মোট সাড়ে তিন হাজার মিটার পাইপ লাইন স্থাপন করা হবে। এই কাজের উদ্বোধন করেন ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদ। এসময়ে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশল এ.কে.এম আমিরুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী পারভেজ মামুদ । আরো উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী রেজাউল হুদা, ইকবাল হোসেন, সোহেল রানা, মাহবুবুর রহমান, উপসহকারী প্রকৌশলী ফারুক আহম্মেদ ও আব্দুর রহিম।
ব্যবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদ বলেন, জনগণ যাতে করে অনায়াসে পানি পেতে পারে সেজন্য ৮ইঞ্চি প্লাস্টিক পাইন স্থাপন করা হচ্ছে। এই প্যাকেজে ৯১,০৯,৮৪৬ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। দ্রুত সময়ে মধ্যে কাজ সম্পন্ন করা হবে। মেসার্স শাপলা ট্রেডার্স এই কাজ করছেন বলে জানান তিনি।
খবর কৃতজ্ঞতাঃ Daily Sunshine