রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুজ¦র পরিস্থিতি মোকাবেলায় সকল চিকিৎসকদের ছুটি বাতিল করেছে কতৃপক্ষ। একইসঙ্গে অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের এবার ঈদুল আজহার ছুটি নেওয়ার ব্যাপারে নিরূৎসাহিত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পরিচালক এ আদেশ দেন। বিকেলে তথ্য জানিয়েছেন রাজশাহী মেডিকেল হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ইসলাম।
তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় রামেকে ঈদের সকল ছুটি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি ঈদকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঈদে যাতে কোন রোগীকে ভোগান্তিতে না পড়তে হয় সে জন্য আগাম সকল ঔষধ ও সব ধরনের টেস্টের উপকরণ পর্যাপ্ত পরিমানে মজুদ রাখা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ জন ডেঙ্গুজ¦রে আক্রান্ত রোগি। একই সময় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। ফলে বর্তমানে এ হাসপাতালে ভর্তি আছেন ৯৮ জন।
খবর কৃতজ্ঞতাঃ Daily Sunshine