সারাদেশে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন কর্মসূচি নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এরই অংশ হিসেবে ডেঙ্গু সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য রাসিক কর্তৃক কন্ট্রোলরুম খোলা হয়েছে।
শনিবার (১০ আগস্ট) দুপুরে রাসিকের জনসংযোগ শাখার কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিশু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, ডেঙ্গু সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য খোলা কন্ট্রোলরুমে ২৪ ঘণ্টাই কর্মরতরা দায়িত্ব পালন করবেন।
এ সংক্রান্ত যেকোনো প্রয়োজন অথবা সহযোগিতায় ০১৭৬০৪০০০৫২, ০১৭৭৯৫৪১২৬৩, ০১৭৫৪১২২৫৫২, ০১৭২৭৮৬৪১৪৬, ০১৮৬২৩৭৩৩৬৬ এবং ০১৯১৪৩২৭৫৫৫ নম্বরে যোগাযোগ করার জন্য মহানগরবাসীকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজটোয়েন্টিফোর