রাজশাহীর চারঘাট উপজেলায় পুকুর থেকে একটি মিঠা পানির কুমির উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তর ও চারঘাট ফায়ার সার্ভিসের পৃথক দু’টি দল যৌথভাবে চেষ্টা চালিয়ে কুমিরটি উদ্ধার করতে সক্ষম হয়।
বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিদর্শক জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয়রা পুকুরে কুমিরটিকে মাথা উঁচু করে পাড়ের দিকে আসতে দেখে। খবর পেয়ে দুপুরে রাজশাহীর বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে কুমিরটি জীবন্ত উদ্ধার করেন।
বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিদর্শক জাহাঙ্গীর কবীর জানান, উদ্ধার হওয়া কুমিরটি মিঠা পানির কুমির। এটি পদ্মানদীর সঙ্গে সংযুক্ত ক্যানেল দিয়ে পুকুরে ডাঙায় চলে এসেছে বলে ধারণা করছেন তারা। পরে এসে পুকুরের পানিতে নেমেছে।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নাজমুল হক বলেন, কুমির ডাঙায় চলে আসার খবর শুনে তাৎক্ষণিক সময়ে বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তরে জানানো হয়। তাদের চেষ্টায় অক্ষত অবস্থায় কুমিরটি উদ্ধার করা হয়েছে। কুমিরটি বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজটোয়েন্টিফোর