ফের নিয়ন্ত্রণ হাড়িয়ে আইল্যান্ডে উঠে ছিটকে পড়েছে মালবাহী ট্রাক। নওগাঁ থেকে আসা ট্রাটিতে ছিলো নারিকেল। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি। তবে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
স্থানয়ীরা জানায়, তালামারীর চত্বরটির রাস্তা অনেক সরু। এছাড়া আশের দখলের কারণে। রাস্তা সরু মনে হয়। তাই চালকরা এক মাপে আসার পরে বুঝে উঠতে পাড়ে না। ফলে ঘটে দুর্ঘটনা।
স্থানীয়রা আরো বলে, কয়েকদিন আগে একটি বাস, তার কিছুদিন আগে একটি ট্রাক এখানে দুর্ঘটনার কবলে পড়ে। এছাড়া গত বছরের দিকে একটি মাইক্রো আইল্যান্ডে উঠে ছিলো। পরে পুলিশের র্যাকারের সাহায্যে তা উদ্ধার করা হয়।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৫-৪৯৬৬) নওগাঁ থেকে নারিকেল নিয়ে রাজশাহীতে আসছিল। ট্রাকটি উল্টে যাওয়ার ঘটনায় কেউ আহত হয়নি।
তিনি বলেন, ট্রাকটি সড়কের এক পাশে পড়ে আছে। উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ট্রাকটির সামনের অংশের কাঁচ ভেঙ্গে গেছে।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন