রাজশাহীতে আওয়ামীলীগের বিভাগীয় সম্মেলন আগামী ১৩ অক্টোবর। ওই দিন দুপুর ১২টায় রাজশাহী শিল্পকলা একাডেমীতে সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে ঘিরে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানিয়েছেন আয়োজন প্রায় শেষ দিকে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে, আওয়ালীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সরকারি সফরসূচি থেকে জানা গেছে, ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন। বেলা ১১টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দরে নেমে সার্কিট হাউজে যাবেন। সেখোনে অবস্থান করবেন।
পরে রাজশাহী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সাক্ষাত করবেন। সাক্ষাত শেষে দুপুর ১২টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আওয়ামীলীগের রাজশাহী বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সম্মেলন শেষে বিকেল ৩টায় রাজশাহী সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সড়ক ও জনপদ কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন। পরে বিকাল সাড়ে ৫টায় বিমানযোগে আবারও ঢাকার উদ্দেশে রাজশাহী ছাড়বেন তিনি।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ