রাজশাহীতে আন্তর্জাতিক টায়ার নির্মাতা প্রতিষ্ঠান এমআরএফ এক্সক্লুসিভ এর শোরুম উদ্বোধন হয়েছে। বুধবার বেলা ১২টায় নগরীর কাদিরগঞ্জ এলাকায় রাজশাহী টায়ারস্ ওয়ার্ল্ড-এ এই শোরুমের যাত্রা শুরু করে।
অনুষ্ঠানের শুরুতে এমআরএফ এক্সক্লুসিভ’র জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল সেল্স) মি. কে কৃষ্ণকুমার মেননকে ফুলের তোড়া উত্তরীয় পরিয়ে দেন রয়েল এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজার রহমান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মি. বিজু আব্রাহাম থমাসকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে দেন রাজশাহী টায়ারস্ ওয়ার্ল্ডের সত্ত্বাধিকারী শফিকুর রহমান।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- এমআরএফ এক্সক্লুসিভ’র বাংলাদেশ শাখার রেসিডেন্ট ম্যানেজার মি. রহিত কুমার মণ্ডল, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন