মশক নিয়ন্ত্রণে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ বিষয়ে রাসিকের পরিচ্ছন্ন বিভাগ হতে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগামীকাল থেকে ২১ ডিসেম্বর প্রতিদিন পাঁচটি ওয়ার্ডে সকাল ৬:৩০ হতে ও বিকাল ৪:০০ হতে দুইবেলা ১৮ দিন ও কেন্দ্রে ৭ দিন করে মোট ২৫দিন চক্রাকারে ফগার মেশিনে কীটনাশক স্প্রে করবে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ।
আগামী ২৭ নভেম্বর হতে ২১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সপ্তাহের প্রতি বুধবার ৯,১১,১২,১৩,২০নং ওয়ার্ড এলাকায়, বৃহস্পতিবার ৪,৬,৭,৮,১০নং ওয়ার্ডে, শনিবার ১,২,৩,৫,১৪নং ওয়ার্ডের এলাকা, রবিবার ১৫,১৬,১৭,১৮,১৯নং ওয়ার্ডে, সোমবার ২১,২২,২৩,২৪,২৫নং ওয়ার্ডে, মঙ্গলবার ২৬,২৭,২৮,২৯,৩০নং ওয়ার্ডে ফগার স্প্রে করা হবে। শুক্রবার কেন্দ্রীয় পর্যায়ে ফগার স্প্রের কর্মপরিকল্পনায় মহানগরীর বিভিন্ন সরকারী, আধা-সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান ও অন্যান্য অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালিত হবে।
এছাড়াও কেন্দ্রীয় পর্যায়ে ফগার স্প্রে কর্মপরিকল্পনায় ২৯ নভেম্বর শুক্রবার হড়গ্রাম বাজার, হেলেনাবাদ কলোনী, কোর্ট চত্বর, আরআরএফ, পুলিশ লাইন, দুর্নীতি দমন কমিশন ও কোয়ার্টার, ডিআইজি অফিস, মিশন হাসপাতাল, নির্বাচন কমিশন অফিস, বাংলাদেশ ব্যাংক। লোক প্রশাসন অফিস, কর অফিস এলজিইডি অফিস, বিভাগীয় কমিশনার অফিস, ফায়ার সার্ভিস, বাংলাদেশ ব্যাংক। নিউগভঃ ডিগ্রী কলেজ, মহিলা কলেজ, হোস্টেল, শহীদ নজমুল হক স্কুল, হেতমখাঁ গার্লস স্কুল, লোকনাথ হাই স্কুল, কলেজিয়েট স্কুল, শিক্ষা অফিস, সিটি সেন্টার।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন