আসছে বছরের প্রথম দিনই সারাদেশে একযোগে বই উৎসবের মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। এরই অংশ হিসেবে রাজশাহীতে প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে প্রায় ৫ লাখ শিক্ষার্থী পাবে নতুন বই। এরই মাঝে এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিস।
রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আজ শনিবার (২৮ ডিসেম্বর) এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সভা রয়েছে। সভার সভাপত্বি করবেন- রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক। সভা শেষেই আমরা নির্ধারণ করবো রাজশাহীতে কোথায় কীভাবে কেন্দ্রীয় বই উৎসবের আয়োজন করা যায়।
‘এবার মাধ্যমিকে ১ লাখ ৮৩ হাজার ৩৮৩ শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ৪৫ লাখ ৮৪ হাজার নতুন বই বিতরণ করা হবে। এর মধ্যে রাজশাহীতে সরকারি স্কুল ৬টি, বেসরকারি স্কুল ৫৮৪টি ও মাদ্রাসা আছে ২০৩টি। এছাড়া ৩টি ইংরেজিমাধ্যম স্কুল রয়েছে। চাহিদা অনুযায়ী প্রত্যেক স্কুলে গেল ১০ ডিসেম্বরের মধ্যে নতুন বইয়ের সেট পাঠিয়ে দেওয়া হয়েছে। পয়লা জানুয়ারি বই উৎসবের মাধ্যমে এখন কেবল শিক্ষার্থীদের সেসব বই বিতরণের অপেক্ষা।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, ২০২০ সালে রাজশাহী জেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ লাখ ১১১ শিক্ষার্থী রয়েছে। তাদের সবাই মিলে মোট ১৪ লাখ ১১ হাজার ২৯৫টি নতুন বই পাবে। এছাড়া প্রাক-প্রাথমিক পর্যায়ে একই সংখক শিক্ষার্থীর মাঝে ৪৭ হাজার ৩০টি নতুন বই বিতরণ হবে।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ