রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ শনিবার দুপুরে পরিদর্শনকালে মেয়র কাজের অগ্রগতি ও গুনগত মানের ব্যাপারে খোঁজখবর নেন।
সকাল থেকে রাজশাহী জেলা ও দায়রা জজের বাসভবনের প্রধান ফটকের সামনে থেকে কালেক্টরেট মাঠের পাশ দিয়ে সার্কিট হাউস পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ শুরু হয়। দুপুরে কার্পেটিং কাজ পরিদর্শনে যান মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবির মুক্তা, ঠিকাদার রাজিব হাসান প্রমুখ।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন