প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে ফাঁকা হয়ে পড়েছে রাজশাহীর রাস্তাঘাট। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। তবে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে রাস্তায় নেমেছেন সেনাবাহিনীর সদস্যরা। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাইকিং করছেন সেনা সদস্যরা। অন্যদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে পুরো জেলায় চষে বেড়াচ্ছে জেলা প্রশাসনের ২৯টি মোবাইল টিম
জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, একজন মেজরের নেতৃত্বে সকাল থেকে সেনা সদস্যদের একটি টিম মাঠে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর হতে বের না হতে ও একজনের থেকে আরেকজনের নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণকে ঘরে রাখতে অভিযান চলছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ২৯টি মোবাইল টিম কাজ করছে পুরো জেলায়। সেনাবাহিনীর পাশাপাশি টহল দিচ্ছে পুলিশ। সকলকে ঘরে নিরাপদ থাকতে ও করোনা সতর্কতায় স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন জেলা প্রশাসক।
এদিকে একেবারেই জনশূন্য হয়ে পড়েছে নগরী। গণপরিবহন বন্ধ থাকলেও রিকশা ও অটো চলছে সীমিত আকারে। মার্কেট ও দোপানপাটগুলো খোলেনি। তবে খাবার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রয়েছে। নগরীর রাস্তায় গাড়ির মাধ্যমে জীবানুনাশক ছেটাচ্ছে সিটি কর্পোরেশন।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪