রাজশাহী জেলায় সোমবার (৩০ মার্চ) পর্যন্ত ৫১৯ জন বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। তবে এখনও রাজশাহীতে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী, জেলার নতুন করে কোয়ারেন্টিনে ৫১ জনের মধ্যে ভারত থেকে এসেছেন ৪৪ জন, মালদ্বীপ থেকে একজন, সৌদিআরব থেকে একজন, মালয়েশিয়া থেকে দুইজন, জর্ডান থেকে একজন, জার্মান থেকে একজন ও সিঙ্গাপুর থেকে একজন এসেছেন।
রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, গত ২৪ ঘণ্টায় সিটি করপোরেশন এলাকায় হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে ১৮ জনকে। এছাড়া বাঘায় ১০ জন, বাগমারায় ৪ জন, মোহনপুরে ১১ জন ও গোদাগাড়ীতে ৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৪ দিন তারা বাড়িতে থাকবেন।
তিনি আরও জানান, গত ১ মার্চ থেকে রাজশাহী জেলায় মোট ৯৪০ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১৪ দিন শেষ হওয়ায় ৪২১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত মোট হোম কোয়ারেন্টিনে আছেন ৫১৯ জন। তারা বাড়ির বাইরে বের হতে পারবেন না। পুলিশের সহায়তায় তাদের বাড়িগুলো চিহ্নিত করে ‘লকডাউন’ করে দেওয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিতভাবে তাদের মনিটরিং করা হচ্ছে।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ