বিষাক্ত মদপনে অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন পাবনার ঈশ্বরদীর দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হলো, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ইশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোকলেসুর রহমান ওরফে বাবলুর ছেলে সজল (৩০) ও ফতেমোহাম্মদপুর এলাকার মৃত সামুর ছেলে রাজু (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার রেলওয়ে সরকারি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনের হোমিও ওষুধ বিক্রেতা শিমুলের কাছ থেকে অ্যালকোহল কেনেন তারা। তা খাওয়ার একপর্যায়ে দুইজনই রবিবার সকালে অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রথমে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে দুইজনের মৃত্যু হয়।
রামেক হাসপাতাল সূত্র দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে জানায়, ‘অ্যালকোহলের সঙ্গে বিষাক্ত কোনো কিছু থাকতে পারে। অতিরিক্ত অ্যালকোহল পানেই তাঁদের মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন