রাজশাহীর দুর্গাপুরে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন মৃধা।
সোমবার সকালে উপজেলা সদরে এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা জানান, রমজানে বাজারে সকল ধরনের দ্রব্যমূল্যের নিয়ন্ত্রন রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। এখন থেকে প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হবে। কোন ব্যবসায়ী যদি পণ্যের দাম বেশি নেয় তাহলে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন