রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার শ্রীপুর ইউনিয়নে ৬৯৫ ফিট এইচবিবিকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
ইউনিয়নের চকপাড়া খুসবরের বাড়ি থেকে খামারপাড়া পর্যন্ত উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হতে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। ৬ লাখ ৬৫ হাজারের অধিক টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছেন বাগমারা উপজেলা পরিষদ।
রাস্তাটির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি, চেয়ারম্যান মকবুল হোসেন, সাধারণ সম্পাদক, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা সহকারী প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা আ’লীগের সদস্য লোকমান আলী, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ, ইউপি সদস্য ইসমাইল হোসেন, কাজের ঠিকাদার জাবেদ আলী প্রমুখ।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন