করোনা ভাইরাস মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মধ্যে সবজি বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি চলাকালে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সোমবার (১১ মে) বেলা ১১টা থেকে মহানগরীর চারটি এলাকায় চারটি ট্রাকে করে সবজি বিতরণ করা হয়। সবজি বিতরণের এ বিশেষ উদ্যোগের প্রথমদিনে মহানগরীর শহীদ কামারুজ্জামান চত্বর, ভদ্রা বস্তি (পারিজাত লেকের পাশে), শ্রীরামপুর বস্তি, বহরমপুর রেল বস্তি এলাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে ১০ টন মিষ্টি কুমড়া ও ৫০ টন পুঁইশাক বিতরণ করা হয়েছে।
মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে শহীদ কামারুজ্জামান চত্বরে সবজি বিতরণকালে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, নির্বাহী ম্যাজিস্টেট সমর কুমার পাল, মেয়রের সহকারী একান্ত সচিব আব্দুল ওয়াহেদ খান টিটু।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ