অবশেষে রাজশাহী নগরীতেও পাওয়া গেলো করোনা রোগী। আজ শুক্রবার রাজশাহী ল্যাবে নমুনা পরীক্ষা করে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকার ৫০ বছর বয়স্ক এক নারীর করোনা পজিটিভ পাওয়া যায়। এতে করে রাজশাহী নগরীতে প্রথম করোনা সংক্রমণ দেখা দিলো।
এদিকে আজ ৫৬ টি নমুনা পরীক্ষা হয় রাজশাহীর ল্যাবে। এর মধ্যে মহানগরীর ১জন এবং নওগাঁর তিনজন। নওগাঁর তিনজনের মধ্যে এক শিশু রয়ছে। তার বয়স মাত্র তিন বছর। আক্রান্ত অপর দুই জনের বয়স ৩৫ বছর করে। রাজশাহীতে গত ১৩ এপ্রিল প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর জেলায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। তবে কাল পর্যন্ত রাজশাহী নগরী ছিলো কাগজে-কলমে করোনামুক্ত। তবে আজ শুক্রবার সেই করোনামুক্তের খেতাব আর রইলো না।
আজ এক নারীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। ফলে এখন জেলার মধ্যে করোনা শনাক্ত রোগী পাওয়া যায়নি চারঘাট ও গোদাগাড়ীতে। বাকি সব উপজেলা ও নগরীতেও করোনার সংক্রমণ দেখা দেয়। এর মধ্যে বাঘার এক রোগী মারা যান করোনা আক্রান্ত হয়ে।
খবর কৃতজ্ঞতাঃ silkcitynews