পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের রাজশাহী শাখার ব্যবস্থাপক ফরিদ মোহাম্মদ শামীমের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।
এদিন রামেকের এ ল্যাবে আরও ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তাদের মধ্যে দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায়। আরেকজন বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।
রামেক ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার এসব তথ্য নিশ্চিত করে বলেন, ল্যাবে দুই শিফটে ১৮৮টি নমুনা এসেছিল। এর মধ্যে ১৭১টি নমুনার রিপোর্ট হয়েছে। বিভিন্ন কারণে বাকি ১৭ জনের নমুনা বাতিল হয়েছে। ১৭১টির মধ্যে চারজনের করোনা পজিটিভ এসেছে। বাকি ১৬৭টি নমুনার রিপোর্ট নেগেটিভ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, পজিটিভ রিপোর্ট আসা চারজনের মধ্যে রাজশাহী পপুলারের ব্যবস্থাপক রয়েছেন। নমুনা দেওয়ার আগ পর্যন্ত তিনি অনেক চিকিৎসকেরই সংস্পর্শে গেছেন, তার রিপোর্ট পজিটিভ আসা খুবই উদ্বেগের বিষয়। প্রশাসন পপুলার ডায়াগনস্টিক সেন্টার লকডাউন করবে।
গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়ায় প্রথম করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। তারপর থেকে এখন পর্যন্ত রাজশাহীর আট জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৭২৭। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২২১ জন। এছাড়া ১৯০ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ