রাজশাহী জেলায় নতুন করে আরও ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হলো ২০০। শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
রাজশাহীর সিভিল সার্জন মোহা. এনামুল হক জানান, গতকাল বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় রাজশাহীর সর্বাধিক ২৪ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে রাজশাহী নগরের ২৩ জন রয়েছেন। এ নিয়ে রাজশাহী নগরে রোগীর সংখ্যা ৯২। আর জেলায় রোগী বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১২ এপ্রিল জেলায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। রাজশাহী জেলায় প্রথম ৫০ রোগী শনাক্ত হয় ৪৭তম দিনে (২৯ মে)। ১০০ রোগী ছাড়ায় গত ১০ জুন ৫৯তম দিনে। আর বাকি ১০০ রোগী শনাক্ত হয়েছে মাত্র ১০ দিনে। রাজশাহী জেলা ও নগর মিলিয়ে গতকাল পর্যন্ত মারা গেছেন তিনজন। আর সুস্থ হয়েছেন ৫২ জন।
খবর কৃতজ্ঞতাঃ প্রথম আলো