বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার প্রাপ্ত পরীক্ষার ফলে তার করোনা সংক্রমণ ধরা পড়ে।
শুক্রবার (১৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর বিএনপি‘র দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন।
এ বিষয়ে মিলন জানান, কয়েক দিন থেকে হালকা জ্বর ও শরীর ব্যাথা অনুভব করায় তিনি করোনার পরীক্ষা করান। বৃহস্পতিবার তার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি বাড়িতে আছেন এবং সেখান থেকেই চিকিৎসা নিচ্ছেন।
মিলন জানান, কোভিড-১৯ আক্রান্ত হলেও বর্তমানে তিনি ভাল আছেন। দ্রুত যেন এই করোনা ভাইরাসকে জয় করে আবারও সবার মধ্যে ফিরে আসতে পারেন, তার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনে এ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন