রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে দালাল সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সকালে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগের সামনে থেকে তাদের আটক করে নগর গোয়েন্দা পুলিশ। তারা রাজশাহী নগর এবং জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
নগর ডিবি পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রামেক হাসপাতাল এবং লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রোগীদের জিম্মি করে অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায় চক্রের সদস্য ও রোগী ধরার দালালসহ ১৮ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোগী ধরার দালাল চক্রের মূলহোতার সন্ধান পাওয়া গেছে। তাকেও আটকের চেষ্টা চলছে।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪