রাজশাহী সিটি করপোরেশনের পৌরকর আদায়ে প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প বসানো হচ্ছে। সেখানে গিয়ে কর পরিশোধ করলেই ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে।
শুক্রবার (৫ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ৮ মার্চ পর্যন্ত নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প পরিচালিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ আদায় কার্যক্রম পরিচালিত হবে। সকল বকেয়া পৌরকরের উপর ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে।
এছাড়া সংশ্লিষ্টরা হাল পাওনার ওপর বিধি অনুসারে প্রাপ্ত সুযোগসহ পৌরকর পরিশোধ করতে পারবেন। তাই মহানগরবাসীকে নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্পে পৌরকর পরিশোধের জন্য রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ