রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) ও আগামী শনিবার (২৭ মার্চ) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বুধবার দুইটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিপণন সংস্থা নর্দাণ ইলেকট্রিসিটি কোম্পানি (নেসকো) লিমিটেড।
নেসকো’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছপালা কর্তনের জন্য আজ বৃহস্পতিবার নগরীর পঞ্চবটি, সাগরপাড়া, মাষ্টারপাড়া, ঢাকা বাস স্ট্যান্ড, শিরোইল, বালিয়াপুকুর, মোন্নাফের মোড়, দেবিশিংপাড়া, ভদ্রা ও তৎসংলগ্ন এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অপর বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর দড়িখরবনা মোড়ে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নির্মানাধীন ড্রেনেজ লাইনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নগরভবনের বিপরীতে সিটি সেন্ট্রাল ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ১টি পোল আগামী শনিবার স্থানান্তর করা হবে। তালাইমারী ৩৩ কেভি রিং লাইনের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরও সিটি সেন্টার উপকেন্দ্রের ৯টি ১১ কেভি ফিডারের অন্তর্গত সাহেব বাজার, আরডিএ, কুমারপাড়া, পাঠানপাড়া, দরগাপাড়া, হেতেমখাঁ, সবজিপাড়া, ঘোষপাড়া ও বর্ণালী এলাকায় শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ মাঝে মাঝে বিঘ্নিত হতে পারে। এছাড়া তালাইমারী ও হড়গ্রাম উপকেন্দ্রের এলাকায় মাঝে মাঝে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে।
জনস্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন