রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তে ব্যাংক কর্মকর্তাসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ও বুধবার দুপুরে হাসপাতালের আইসিইউতে তারা মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
মৃত ব্যাংক কর্মকর্তার নাম মাহাবুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম এলাকার মৃত জেকের আলীর ছেলে। তিনি একটি বেসরকারী ব্যাংকে কর্মরত ছিলেন। অপর জনের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে তার বাড়ি পাবনা বলে জানা গেছে।
ডা. সাইফুল ফেরদৌস বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে আইসিইউতে ব্যাংক কর্মকর্তা মাহাবুল ইসলাম মারা যান। রাতেই লাশ নিয়ে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। অপরজন বুধবার দুপুর ১২টার দিকে মারা যান।
তিনি বলেন, মাহাবুল ঝিনাইদহ বেসরকারি গ্রামীন ব্যাংকে কর্মরত ছিলেন। সেখানেই তিনি করোনা আক্রান্ত হন। করোনা নিয়ে তিনি রোববার রাতে ঝিনাইদহ থেকে এম্বুলেন্সের সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে। তাকে প্রথমে ২৯ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন