রাজশাহীর জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত।
১ অক্টোবর, ২০২০ সকালে আনুষ্ঠানিকভাবে তিনি রাজশাহীর পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি কক্সবাজারে দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের পর আলোচনায় ছিলেন তৎকালীন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। ওই সময় এসপি মাসুদ হোসেনের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। সিনহা হত্যা মামলায় এসপি মাসুদকে আসামি করতে আদালতে আবেদনও করেছিলেন তার বোন, তবে বিচারক তা খারিজ করে দেন।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন