রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গিয়াস উদ্দিন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (১৭ মে) দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন মহানগরীর ঝাড়গ্রাম পশ্চিমপাড়া এলাকার মৃত সমির উদ্দিনের ছেলে।
মহনগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, দুপুরে গিয়াস মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় মহাসড়ক পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর অটোরিকশাসহ চালক আহাদ আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হবে বলেও জানান ওসি মাসুদ।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ