বাংলাদেশের আকাশে আগামী শুক্রবার (১৫ জুন) শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা আছে। সে অনুযায়ী, আগামী শনিবার (১৬ জুন) ঈদুল ফিতর হওয়ার কথা। সময়নিউজকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক।
এদিকে, ইসলামি ফাউন্ডেশনের দীন ই দাওয়াত বিভাগের পরিচালক মাজহারুল মান্নান সময়নিউজকে জানান, চাঁদ দেখা গেলেই তবে নিশ্চিত কিছু বলা যেতে পারে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক সময়নিউজকে বলেন, ‘ওইদিন (১৫ জুন, শুক্রবার) চাঁদের বয়স থাকবে ১ দশমিক ৭৩ দিন। এ অবস্থায় সূর্যাস্তের সময় চাঁদের অলটিচ্যুড ২০ ডিগ্রি ১৪ মিনিট। এদিন সূর্যাস্তের সময় চাঁদের অ্যাজিমুথ অ্যাঙ্গেল ২৮৪ ডিগ্রি ১৭ দশমিক ৭ মিনিট। কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে, ১৫ তারিখ বাংলাদেশের আকাশে কোথাও কোথাও চাঁদ দেখা যাবে।’
আবহাওয়া অধিদফতর আরো জানায়, আগামী শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময়)।
তবে, এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের দীন ই দাওয়াত বিভাগের পরিচালক সময়নিউজকে বলেন, ‘এটা আমরা কেমন করে বলব? আপনি বলতে পারবেন? ‘
আবহাওয়া অধিদফতরের দেয়া তথ্যের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘গতবারেও আবহাওয়া অধিদফতর বলেছিল চাঁদ দেখা যাবে। চাঁদ দেখা গেলেই তবে নিশ্চিত কিছু বলা যেতে পারে। অনেক সময় আবহাওয়া অফিসের কথা ঠিক হয়, অনেক সময় ঠিক হয় না। উনারাই গতবার বলেছিলেন ৭৫ ভাগ জায়গায় চাঁদ দেখা যাবে। কিন্তু উনারাই পরে জানিয়েছিলেন ৪৭ টি জেলার কোনো জায়গা থেকে চাঁদ দেখা যায়নি। ‘
খবর কৃতজ্ঞতাঃ somoynews