আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২২ মে থেকে ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। কমলাপুরসহ ঢাকার ৫টি জায়গা থেকে এই টিকিট দেওয়া হবে। প্রতিদিন ঢাকায় প্রায় ২৭ হাজার টিকিট দেওয়া হবে, যার অর্ধেক পাওয়া যাবে মোবাইল অ্যাপস থেকে আর বাকি অর্ধেক সংগ্রহ করতে হবে কাউন্টার থেকে। আজ বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে রেলমন্ত্রী এ কথা জানান।
২২ মে পাওয়া যাবে ৩১ মের টিকিট। এ ছাড়া ২৩ মে ১ জুনের, ২৪ মে ২ জুনের, ২৫ মে ৩ জুনের এবং ২৬ মে ৪ জুনের টিকিট দেওয়া হবে। ঈদের সম্ভাব্য তারিখ ৫ জুন ধরে এই টিকিট দেওয়া হবে।
টিকিট কেনার জন্য জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। প্রত্যেক বিক্রয়কেন্দ্রে নারীদের জন্য একটি করে আলাদা কাউন্টার থাকবে।
ঈদের ফিরতি টিকিট পাওয়া যাবে ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত।
★২৯/০৫/১৯এ পাওয়া যাবে ০৭/০৬/১৯এর টিকেট
★৩০/০৫/১৯এ পাওয়া যাবে ০৮/০৬/১৯এর টিকেট
★৩১/০৫/১৯এ পাওয়া যাবে ০৯/০৬/১৯এর টিকেট
★০১/০৬/১৯এ পাওয়া যাবে ১০/০৬/১৯এর টিকেট
★০২/০৬/১৯এ পাওয়া যাবে ১১/০৬/১৯ এর টিকেট