চলতি মাসের ৪ এপ্রিল (শনিবার) পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়। কিন্তু করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এ সময় আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রেলসচিব মো. মোফাজ্জেল হোসেন।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে তিনি এ কথা বলেন।
রেলসচিব মো. মোফাজ্জেল হোসেন বলেন, এখনও পর্যন্ত ৪ এপ্রিলের পর ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসলে তবেই ট্রেন চালানো হবে।
রেলসচিবের মতোই একই কথা বললেন রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামানও।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনও সরকারের পক্ষ থেকে নির্দেশনা না আসায় ৪ এপ্রিলের পর ট্রেন চলাচল করছে না।
এদিকে দেশের প্রয়োজনে পণ্য, জ্বালানি তেল ও খাদ্যসামগ্রি নিয়ে মালবাহী ট্রেন চলছে সারাদেশে। এসব ট্রেনের সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে খাদ্য গুদাম পরিদর্শন করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাদেকুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে তিনি খাদ্য গুদাম পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ