করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৯ জন। এই নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। আর মোট আক্রান্ত হয়েছেন ১১৭ জন।
সোমবার (০৬ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) ভবনে একটি সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।