দেশে সাত মাসের মধ্যে করোনায় সবচেয়ে বেশি মানুষ সংক্রমিত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ দিনে মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৮০৯ জনের।
আর মৃত্যু হয়েছে ৩০ জনের। এর আগে গত বছরের ২০ আগস্ট একদিনে সর্বোচ্চ ২ হাজার ৮৬৮ জনের করোনা শনাক্ত হয়। এরপর সোমবার একদিনে সর্বোচ্চ শনাক্ত হলেন। এর আগে এ বছরের ৭ জানুয়ারি করোনায় একদিনে সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়।
সোমবার (২২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০ জনসহ এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৭২০ জনের। নতুন শনাক্ত দুই হাজার ৮০৯ জনসহ মোট শনাক্ত পাঁচ লাখ ৭৩ হাজার ৩৭৮ জনে দাঁড়িয়েছে।