রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলা অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী সানজিদা আফরোজের বাবার উন্নত চিকিৎসার জন্য চিত্রকর্ম বিক্রি ও প্রদর্শনীর আয়োজন করেছে অনুষদের প্রবীণ ও নবীনদের সংগঠন ‘শিল্পযাত্রা’। সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্তরে এ প্রদর্শনীর আয়োজন করে।
‘মানুষ মানুষের জন্য’ শিরোনামে এ চিত্রকর্ম বিক্রি ও প্রদর্শনী আজ বিকেল ৫টা পর্যন্ত চলবে। চিত্রকর্ম প্রদর্শনীতে ছিলো ‘একজন বাবাকে বাঁচাতে এগিয়ে আসুন, জীবন বাঁচাতে ছবি কিনুন’।
সানজিদা আফরোজ বলেন, আমার পিতা শামসুদ্দোহা সরকার হার্টের পেসমেকার করার জন্য বর্তমানে ভারতের হরিয়ানা হাসপাতালে চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। এজন্য আমাদের সহপাঠীদের আঁকা ছবি বিক্রি করার উদ্দেশ্যে এ প্রদর্শনীর আয়োজন করেছে।”
প্রদর্শনীতে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী শারমিন খান বাঁধন বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের আঁকা ছবিগুলো সীমিত মূল্যে বিক্রয় করে অর্জিত অর্থ দ্বারা একজন বাবাকে বাঁচাতে চাই। এজন্য আমাদের এই আয়োজন।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪