মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সুমন মিয়াকে সভাপতি ও এগ্রোনমি বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ মুহাম্মাদ তাহিরকে সাধারণ সম্পাদক করে ‘স্বজন’ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মোঃ হাসিকুল ইসলামের সভাপতিত্বে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর লায়লা আরজুমান বানু।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নিপা খাতুন, মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শারমিন আক্তার রিমু, মোঃ আখিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহানুর রহমান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান মানিক, অর্থ সম্পাদক মোঃ নুরনবী ইসলাম, যুগ্ম-অর্থ সম্পাদক মোঃ বকুল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর নুর, যুগ্ম-দপ্তর সম্পাদক আশা রাণী পাল, মোঃ আজাহারুদ্দিন রিদয়, প্রচার সম্পাদক রখিন বৌদ্ধ, যুগ্ম-প্রচার সম্পাদক এনামুল হাসান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদি হাসান, যুগ্ম-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শুভ, ছাত্রকল্যাণ সম্পাদক প্রিয়া রাণী সরকার, যুগ্ম-ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক তিশা, রোগীকল্যাণ সম্পাদক কাফিয়া, যুগ্ম-রোগীকল্যাণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে স্বজনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্র-উপদেষ্টা প্রফেসর সাদেকুল আরেফিন মাতিন, রাবি মেডিকেলের সাবেক প্রধান চিকিৎসক মির্জা ওয়াজেদ হোসেন বেগ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আব্দুল আজিজ এবং স্বজনের অসংখ্য সাবেক কর্মী। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
উল্লেখ্য, ২০০২ সালের ১২ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘স্বজন’ প্রতিষ্ঠা লাভ করে। এরপর থেকে তারা মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্ত সরবরাহের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ করে আসছে।
খবর কৃতজ্ঞতাঃ ক্যাম্পাসলাইভ২৪ডটকম