রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসছে কুঁড়েঘর ও ইনকমপ্লিট ব্যান্ড। আগামী ৩১ জুলাই লোকপ্রশাসন বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষাসমাপনী উপলক্ষে এমন আয়োজন। ২ দিন ব্যাপি “র্যাগ-ডে নেক্সাস-২৩” এর উদ্যোগে এই কনসার্ট। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
আগামী ৩০ জুলাই থাকছে ২৩তম ব্যাচের শিক্ষাসমাপনী র্যালি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজন। এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় দিন ৩১ জুলাই বিকাল ৩টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
অনুষ্ঠান মাতাতে থাকছে ব্যান্ড কুঁড়েঘর ও ব্যান্ড ইনকমপ্লিট। অনুষ্ঠানটিতে স্পনসর হিসেবে থাকছে “অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার” এবং সার্বিক ব্যবস্থাপনায় থাকছে “স্বপ্ন” ইভেন্ট ম্যানেজমেন্ট।
খবর কৃতজ্ঞতাঃ ক্যাম্পাসলাইভ২৪ডটকম