সাবেক প্রধানমন্ত্রী বেগম খলেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সাজার বিরুদ্ধে নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর মালোপাড়ায় দলটির স্থানীয় কার্যালয়ের সামনে বোয়ালিয়া, রাজপাড়, শাহমখদুম ও মতিহার থানার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্ট মিজানুর রহমান মিনু।
সভায় বক্তারা বলেন, দেশের নামকরা কুখ্যাত খুনি, শন্ত্রাসীরা মুক্তি পেয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। আর দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে দিনের পর দিন অন্যায় ভাবে জেলে বন্দি করে রাখা হচ্ছে। তার চিকিৎসায় বাঁধা প্রদান করা হচ্ছে। এসময় বক্তারা অঙ্গিকার ব্যক্ত করে আরও বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুর হক মিলন। আরও উপস্থিত ছিলেন নগর যুবদলের সভাপতি সুইট, সাধারণ সম্পাদক রিটন, হিকল, জেলা যুব দলের সভাপতি সুমনসহ দলটির স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
খবর কৃতজ্ঞতাঃ ডেইলি সানশাইন