রাজশাহী মহানগরীতে বিদ্যুৎ সমস্য চরমে উঠেছে। সারাদিনই বিদ্যুতের যাওয়া আসার খেলায় অতিষ্ট হয়ে উঠেছে মানুষ। বিদ্যুৎ না থাকার পাশাপাশি ভ্যাপসা গরমে চরম অতিষ্ট মানুষ ও প্রাণীকূল। অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান চলাকালিন সময়ে বিদ্যুৎ বিভ্রাটে সমস্যাটা আরো বেশি প্রকট হয়ে উঠে। বিদ্যুৎ অফিসের তথ্য অনুযায়ি, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ ঠিক আছে। কিন্তু অতিরিক্ত লোডের কারণে বিদ্যুৎ সরমজামগুলো নষ্ট হচ্ছে। এতে করে নগরীতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে বিদ্যুতের লোডশেডিঙে সঙ্গে পানি সঙ্কটে চরম দুর্ভোগ নেমে আসে মানুষের মাঝে। বিশেষ করে স্কুলের শিক্ষার্থী, পরীক্ষার্থী, শিশু, বৃদ্ধ এবং রোগিদের নিয়ে বিড়ম্বনায় পড়েন। নগরীর বিভিন্ন এলাকায় বুধবার শুধু বিদ্যুতের আশাযাওয়ার খেলাই চলছে সারা দিন-রাত।
ভয়াবহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষুব্ধ হয়ে ওঠে নগরবাসী। সবচেয়ে বেশি কষ্ট নেমে আসে বিদ্যুৎবিহীন নগরীর বাড়ির মানুষদের। গরমে দিনের বেলা ঠিকমতো কাজ করতে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়।
বিদ্যুৎ অফিসের তথ্য অনুযায়ি, গরম মৌসুমে চাহিদা বেড়ে গেলে সঞ্চালন ও বিতরণ পর্যায়ে ধারণক্ষমতার বেশি বিদ্যুৎ সরবরাহের পর সাবস্টেশন এবং ট্রান্সফরমারগুলো ওভারলোডেড হয়ে পড়ে। ওভারলোডেড সাবস্টেশন ও ট্রান্সফরমারগুলো এ কারণে বিকল হয়ে পড়ছে। এতে বিদ্যুৎ সরবরাহের সমস্যাগুলো হচ্ছে।
অতিরিক্ত লোডের কারণে লাইনে বিভিন্ন জায়গায় ফল্ট দেখা যাচ্ছে। এতে করে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সমস্যা দেখা দিয়েছে। এদিকে বিদ্যুৎ বিভাগের কর্মীদের ফল্টগুলো সমাধাণ করতে গিয়ে বেগ পেতে হচ্ছে। কোথাও খুঁজতে অনেক সময় লাগছে।
এ বিষয়ে নর্থ ওয়েস্ট জোট পাওয়ার ডিস্ট্রিবিউশন রাজশাহীর তত্বাবধায়ক প্রকৌশলী হাসিনা দিলরুবা জানান, প্রচণ্ড গরমের কারণে বিদ্যাতের ব্যবহার বেড়ে গেছে। সে কারণে লাইনগুলোতে চাপ বেড়েছে। এতে করে ট্রান্সফারমাগুলো নষ্ট হচ্ছে বেশি। এজন্য বিদ্যুৎ সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন এলাকায়।
খবর কৃতজ্ঞতাঃ ডেইলি সানশাইন