রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনির বাসায় হামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে এ হামলার আগে আদালত চত্বরে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ হয়। যাতে পাঁচ আহত হন।
আসাদুজ্জামান জনি জানান, নগরের রামচন্দ্রপুর বশার রোডের নিজ বাসায় ছিলেন তিনি। মোটরসাইকেল নিয়ে গিয়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী প্রথমে তাদের বাসায় প্রবেশের চেষ্টা করে। বাসায় প্রবেশ করতে না পরে তারা বাহির থেকে ইটপাটকেল মারে। এতে তার বাসার জানালাসহ বস কাঁচ ভেঙ্গে যায়। এ সময় তারা অকথ্যভাষায় গালাগালিজ করে।
সম্প্রতি ঘোষিত ও পরে স্থগিত হওয়া নয়টি ইউনিট কমিটির পদবঞ্চিতরা এ হামলা চালিয়েছে দাবি করে জনি আরও বলেন, ‘এর আগে তারাই বিএনপি কার্যালয়ে তাল ঝুলায় এবং ভংচুর ও নতুন নেতৃবৃন্দকে মারপিট করেছিল। আদালত চত্বরের মারামারির জের ধরে তার বাসায় এ হামলা হয়েছে বলেন এই ছাত্রনেতা।’
তিনি বলেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলি আকবর জ্যাকি নেতৃত্বে এ হামলায় সিনিয়র সহসভাপতি মুর্তুজা ফামিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ ও সদস্য কনকসহ ১৫/১৬ জন মোটরসাইকেল যোগে গিয়ে এ হামলা চালায়। এ সময় তারা আমাকে হত্যার হুমকি দেয় বলে জানান নগর সভাপতি জনি।
ঘটনার পর খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তার বাসায় জান। এর আগে হামলাকারিরা সেখান থেকে পালিয়ে যায়।
খবর কৃতজ্ঞতাঃ ডেইলি সানশাইন