রাজশাহীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক নাট্যোৎসব শেষ হয়েছে। শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে আটটায় শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে হাসনজানের রাজা নাটক মঞ্চস্থের মাধ্যমে এ উৎসবের পর্দা নামে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব-২০১৯ উদযাপন উপলক্ষে গত ১১মার্চ সপ্তাহব্যাপী এ নাট্যোৎসবের উদ্বোধন করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। গত সাত দিনে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপালের নাট্যদলের সাতটি নাটক মঞ্চস্থ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, দুই বাংলার ভাষা, সংস্কৃতিসহ বিভিন্ন দিকে মিল রয়েছে। দুই বাংলার সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।
সমাপানী অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌসুলি অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু, উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কবি আরিফুল হক কুমারসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ২৪