আইনমন্ত্রী আনিসুল হক একদিনের সরকারি সফরে আগামী ২৪ রোববার (মার্চ) রাজশাহী যাবেন।
বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় সরকারি এক তথ্য বিবরণীতে তার এই সফরসূচির কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সফরসূচি অনুযায়ী আইনমন্ত্রী আনিসুল হক ২৪ মার্চ দুপুর সাড়ে ১২টায় রাজশাহী জেলা আইনজীবী সমিতি ভবনের (বার ভবন) উদ্বোধন করবেন।
পরে মন্ত্রী জেলা আইনজীবী সমিতির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল তিনটায় মন্ত্রী বিচার বিভাগীয় কর্মকর্তারদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিনই মন্ত্রী ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ২৪